
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের একক প্রার্থী ডা. আব্দুল বারী। তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। যার যা প্রাপ্য, তাকে তা দেওয়া হবে। ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। জামায়াত সবসময় দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে।” এর আগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি বলেন, “মা-বোনদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।” সমাবেশে প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
Developed by BDITHOST