
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় ডিএম জিয়াউর রহমান জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত তৃণমূলের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। গতকাল সোমবার সন্ধায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর ২৩৭ জন একক প্রার্থীর নাম ঘোষণা করেন। রাজশাহী-৪ বাগমারা আসনে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়ার নাম ঘোষণা করলে ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার সর্বস্তরের জনগণকে উচ্ছ্বসিত দেখা গেছে। বিএনপির উপজেলা সদর ভবানীগঞ্জ প্রধান কার্যালয় থেকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের ডি এম জিয়া বলেন, বিএনপি বৃহৎ দল। যোগ্য প্রার্থীর অভাব নেই। যাঁরা মনোনয়ন চেয়ে ছিলেন তাঁরা সবাই যোগ্য। মনোনয়ন তো একজনই পাবেন। সবাইকে নিয়ে আমাদের স্বপ্নের অত্যাধুনিক বাগমারা গড়তে হবে। তিনি দলীয় নেতৃবৃন্দকে অতি উৎসাহিত হয়ে কোন কিছু না করার...
Developed by BDITHOST