নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। বিকাল ৪:০৭। ৩১ জুলাই, ২০২৫।

বাগমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৫ ৭:৩২
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ বিষয়ের উপরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পক্ষে এবং বিপক্ষে অংশ নেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা যুক্তি তর্কের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে এবং দ্বিতীয় স্থান অর্জন করে চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুনঃ  সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাগছাসের ৫ নেতা স্থায়ী বহিষ্কার

প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চারটি গ্রুপে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতাটি। বিদ্যালয় গুলোর মধ্যে হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বড় বিহানালী উচ্চ বিদ্যালয়, সাঁকোয়া উচ্চ বিদ্যালয় এবং কাচারি কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও'র মতবিনিময়

বিতর্ক শুরুর আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক মামুনুর রশিদ মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রেজাউল করিম, ভানসীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।

আরও পড়ুনঃ  ফুটবলভক্তের কাণ্ড! নেইমারকে ক্ষেপাতে বানালেন সাবেক বান্ধবীর মুখোশ

বাগমারা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে দুর্নীতি বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।