হেলাল উদ্দীন, বাগমারা : দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে রাজশাহীর বাগমারা উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুস সামাদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব ড. মুহাম্মাদ আব্দুল মুমীত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা দুর্নীতির কুফল ও সামাজিক দায়বদ্ধতার উপর গুরুত্বারোপ করেন এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে দুর্নীতি বিরোধী নৈতিকতা গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা শেষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে তাদের যুক্তি ও মতামত তুলে ধরে।
দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।