
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাগমারায় দৈনন্দিন জীবনে ইসলামিক মূল্যবোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩মে) সকাল দশটায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে “দৈনন্দিন জীবনে ইসলামিক মূল্যবোধ” শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে দৈনন্দিন জীবনে ইসলামিক মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ঢাকার আদাবর বায়তুল আমান সোসাইটি জামে মসজিদের ইমাম শাইখুল হাদীস আল্লামা হেলাল উদ্দিন। প্রধান অতিথি বলেন, ইসলাম ধার করে পাওয়া না। এটি আল্লাহর সৃষ্টি। ইসলাম হচ্ছে প্রতিটি মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সবাইকে ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলামী চর্চার বিকল্প নেই। দৈনন্দিন জীবনে ইসলামি মূল্যবোধ কতোটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে...
Developed by BDITHOST