নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১:১৭। ২৪ মে, ২০২৫।

বাগমারায় নারীর বিরুদ্ধে যুবকের পুরুষাঙ্গ কাটার অভিযোগ

মে ২৩, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হেলাল উদ্দিন, বাগমারা : রাজশাহীর বাগমারায় এক নারীর বিরুদ্ধে এক ব্যক্তির পুরুষাঙ্গে ধারাল অস্ত্র দিয়ে কাটার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ওই ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর মণ্ডলপাড়া গ্রামের আনিসুর রহমানের ছেলে। ওই নারীকে ধর্ষণের চেষ্টার সময় এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে৷

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে জাহিদুল ইসলাম স্বামী পরিত্যাক্তা এক নারীর (২৪) বাড়িতে যান। ওই নারী এসময় বাড়ির রান্নাঘরে অবস্থান করছিলেন। নারীকে একাকী পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় নারীর সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে পুরুষাঙ্গে আঘাত করলে কেটে যায়। এসময় জাহিদুলের চিৎকারে লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। রক্তক্ষরণ হতে থাকলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। লোকজন ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করেছে।
স্থানীয় লোকজনেরা জানান, ওই নারীর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর বাবার বাড়িতে থাকতেন। তাঁর স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন জাহিদুল। বিষয়টি তাঁর পরিবারকে জানানো হলেও তা আমলে নেয়নি।
অপর দিকে জাহিদুলের এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, মেয়েটি কৌশলে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছেন। এখন ধর্ষণের চেষ্টার অপবাদ দেওয়া হচ্ছে৷ তাঁরা আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটি শুনেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  তানোরে বিষ ও কীটনাশক মুক্ত ফল ও ফসলসহ স্ববজি চাষের লক্ষে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।