নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:০৩। ২৮ আগস্ট, ২০২৫।

বাগমারায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা ও কুইজ প্রতিযোগিতা

আগস্ট ২৮, ২০২৫ ৬:২৯
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। মূল আলোচক ছিলেন রাজশাহীর নিরাপদ খাদ্য অফিসার ইয়ামিন হোসেন।

আরও পড়ুনঃ  গাজায় নিহত আরও ৫১, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ২৪ জনের

সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন সুলতানা কাবেরী, স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, খাদ্য কর্মকর্তা নবী নয়াজেস আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সুশিল সমাজের প্রতিনিধি আবদুস সামাদ, চেয়ারম্যান মোশাররফ হোসেন, ব্যবসায়ী রাজু আহম্মেদ, সাংবাদিক হেলাল উদ্দিন, মামুনুর রশিদ মামুন প্রমুখ।

আরও পড়ুনঃ  সাদা পাথর ফেরত দিতে প্রশাসনের ৩ দিনের আলটিমেটাম

সভায় ভেজালমুক্ত খাদ্য পরিবেশন, বাজারজাত ও নিরাপদ খাদ্য বিষয়ে আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই দিনে দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা মূলক কর্মসূচির আওতায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কুইজ বিজয়ী পাঁচজনকে পুরষ্কার দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।