
হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেই পুকুরপাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই কোটি টাকার মাছ নষ্ট করেছে। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।” তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। প্রশাসনকে অনুরোধ করছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সোমবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে। ফলে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠে। এতে আনুমানিক ক্ষতির...
Developed by BDITHOST