
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা পূজা উদযাপন পরিষদ দ্বি-বার্ষিক সম্মেলন ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেলা ১১টা দিন ব্যাপি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সম্মেলন স্থলে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সেই সাথে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে দেয়া হয়। পরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রামানিকের পরিচালনায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের...
Developed by BDITHOST