
হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের পদত্যাগ দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারো’টায় বিদ্যালয় চত্বরে বিক্ষোভ, মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, সচেতন জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিয়োগ বাণিজ্য, স্কুলের জমি বিক্রয়, অতিরিক্ত ফি আদায়, পানি ও জলের অভাব, দীর্ঘ দিন স্কুলে অনুপস্থিত সহ অস্ত্রের মুখে রেজুলেশনে স্বাক্ষর আদায়ের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষার্থী মুন্নি আক্তার, বায়েজিদ আলী, মারিয়া আক্তার জানান, হেড স্যারের নির্দেশে আমাদের স্কুলের প্রজেক্টর চালু, মটরের বিশুদ্ধ পানি উঠাতে ও পান করতে দেয়া হতো না। যদিও আমাদের কাছ থেকে বিদ্যুৎ বিল নেয়া হতো। পরীক্ষার অতিরিক্ত ফি আদায় করা হতো। চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফি আর ফেরৎ...
Developed by BDITHOST