
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ১ নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া বিলে প্রায় ৫০ বিঘা জমিতে অবৈধভাবে দিঘী খনন করছেন। ইতিমধ্যেই ওই দীঘি খননকে কেন্দ্র করে একাধিক জমির মালিক বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে উক্ত দিঘিতে অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম ও সঙ্গে ছিলেন বাগমারা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এ সময় খনন কাজে ব্যবহৃত ৪টি ভেকু মেশিন অকেজো করেন। নাম প্রকাশে অনিচ্ছুক জমির মালিকগণ বলেন বাগমারা উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও চেয়ারম্যান হওয়ায় হাবিবুর রহমানের বিরুদ্ধে আমরা কোথাও কোনো কথা বলে কাজ হচ্ছে না। আমাদের নিজের জমি থাকা সত্ত্বেও আমরা কোন কথা বলতে পারছি না। এ নিয়ে চরম দুঃখ প্রকাশ করেন জমির মালিকগণ।...
Developed by BDITHOST