হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আফসার আলী মোল্লা(৬৩)। তিনি উপজেলার গনিপুর ইউনিয়নের বাজে কোলা গ্রামের বাসিন্দা ছিলেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজনেরা জানান, দুপুরের পরে বৃদ্ধ আফসার আলী গরু নিয়ে বাড়ির পাশে বিলে যান। বিকেলে হালকা বৃষ্টি শুরু হলে তিনি গরুকে মাঠে রেখে অদূরে এক গাছের নিচে আশ্রয় নেন। এসময় মেঘ ডাকা শুরু করে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বজ্রপাতে তাঁর শরীরের অনেক অংশ পুড়ে গেছে। আফসার আলী একজন কৃষক। তাঁর দুই ছেলে এবং তিন মেয়ে রয়েছে। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Developed by BDITHOST