
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় হত্যা মামলার রায় পূর্নঃ বিবেচনার দাবী জানিয়েছেন মৃত্যুদ্বন্ড প্রাপ্ত বিএনপি’র নেতা মাহাবুর রশীদ রেন্টুর পরিবার। রোববার (২৬ অক্টোবর) বিকেলে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাবার মুক্তির দাবী জানিয়েছেন রেন্টুর মেয়ে আইন বিভাগে অনার্স পড়–য়া যারীন তাসনিম রাহী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাহী বলেন, আমার বাবা বিএনপি করার অপরাধে আ’লীগের দোসরদের চক্রান্তমূলক হত্যা মামলার আসামী হয়েছেন। আমাদেরকে এতিম বানিয়ে আ’লীগের দোসররা এখন অনেকটাই ভাল আছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, তৎকালীন ২০১০ সালে বাগমারার রাজু হত্যার রায়ে আমার বাবা সহ ৫ জনকে ফাঁসির আদেশ দেন আদালত। রাজশাহীতে হত্যা কান্ডের ঘটনা ঘটলেও ওই মামলায় আমার বাবাকে মিথ্যা ভাবে আসামী করা হয়। সম্পৃক্ততা না থাকলেও তার নাম আসে ওই হত্যা মামলায়। ওই মামলায় রাজনৈতিক চিন্তা ধারায় পরিকল্পিত...
Developed by BDITHOST