নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:৪৪। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:২৮
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজারের আলুহাটায় এক পথসভায় মিলিত হয়।

আরও পড়ুনঃ  ভালো সমাজ গড়তে ভালো মানুষ প্রয়োজন: সাবেক এমপি গফুর

উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আহবায়ক সাবেক চোয়ারম্যন আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক
কামাল হোসেন। সাবেক যুবদল নেতা আতিকুর রহমান জর্জ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপধ্যাক্ষ আব্দুস সোবহান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, ভবানীগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সহ সভাপতি আলাউদ্দিন প্রাং, উপজেলা বিএনপির সদস্য শাহিন রেজা, অধ্যাপক এনামুল হক, মাষ্টার সাহানুল ইসলাম, রফিকুল ইসলাম, ছমির উদ্দিন, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা জিল্লুর রহমান, মহিলা দলের নেত্রী প্রভাষক রিনা ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম বাবু, বিএনপি নেতা সালাম পারভেজ, রনি ইসলাম, জাকিরুল ইসলাম জাকির, রাশেদুল হক ফিরোজ, জহুরুল হক খোকন, বকুল সরদার প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।