হাটগাঙ্গোপাড়া,(বাগমারা) প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী ও জনপ্রিয় নেতা কামাল হোসেন একজন মানবিক ও দলনিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন, বরং সামাজিক সেবামূলক কাজেও তাঁর অবদান চোখে পড়ার মতো। তাঁর এই মহানুভবতা তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপকভাবে উজ্জীবিত করে তুলেছে।
জনসেবায় সদা নিয়োজিত: বিভিন্ন সময়ে বন্যা, শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ, অসুস্থদের চিকিৎসার খরচ, দরিদ্র শিক্ষার্থীদের বই ও শিক্ষা উপকরণ প্রদানসহ নানা মানবিক কাজে তিনি এলাকার মানুষের পাশে থেকেছেন একনিষ্ঠভাবে। এলাকার মসজিদ, মাদরাসা, সামাজিক কার্যক্রমে উন্নয়নে তিনি ব্যক্তিগত অর্থায়নে কাজ করেছেন। তাঁর এ মহানুভবতা ও সামাজিক দায়বদ্ধতা তাঁকে জনগণের কাছের মানুষ করে তুলেছে।
দলীয় কর্মীদের প্রতি শ্রদ্ধাশীল: কামাল হোসেন বিশ্বাস করেন, দলের প্রতিটি কর্মীই দলের মূল শক্তি। তাই তিনি তৃণমূল নেতাকর্মীদের সম্মান দিয়ে কথা বলেন, তাদের মতামতকে মূল্য দেন। তিনি বারবার বলেছেন, “দলের যারা আন্দোলন-সংগ্রামে ছিল, তাদের যথাযোগ্য মূল্যায়ন করাই আমার অঙ্গীকার।”
ভবিষ্যৎ রাজনীতিতে তাঁর দৃষ্টিভঙ্গি: তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে শুধুমাত্র ক্ষমতা নয়, এটি সেবার সুযোগ। তাঁর ভাষায়, “আমি যদি মনোনয়ন পাই, জনগণের রায়ে যদি নির্বাচিত হই, তাহলে শুধু দল নয়, এলাকার প্রতিটি মানুষের উন্নয়নের জন্য কাজ করবো। আমার দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে।”
কেমন নির্বাচন চান? সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই কামাল হোসেনের একমাত্র চাওয়া। তিনি বলেন, “আমি এমন একটি নির্বাচন চাই, যেখানে জনগণ মুক্তভাবে তাদের প্রতিনিধি বেছে নিতে পারবে। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কে জিতবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো জনগণ যেন তাদের রায় সঠিকভাবে দিতে পারে।”
তরুণদের জন্য বার্তা: তিনি বারবার তরুণদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন যাতে তারা মাদক ও সহিংসতা থেকে দূরে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে অংশ নেয়। এলাকার খেলাধুলা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তাঁর প্রত্যক্ষ সহযোগিতা তরুণদের মাঝে তাকে একজন অভিভাবক রূপে তুলে ধরেছে।
বাগমারায় বিএনপির রাজনীতিতে কামাল হোসেন একজন গ্রহণযোগ্য ও মানবিক মুখ। তার মহানুভবতা ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি যদি দলীয় সিদ্ধান্তে প্রতিফলিত হয়, তাহলে এলাকাবাসী একজন যোগ্য প্রার্থীকে নির্বাচনে দেখতে পাবে—এমনটাই প্রত্যাশা করছেন বাগমারার জনগণ।