
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান। শনিবার রাতের কোনো এক সময় দুবিলার বিলে সাধারণ মানুষের কাছ থেকে লিজ নেওয়া ৫০ বিঘা আয়তনের একটি পুকুরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করে। এতে প্রায় দেড় কোটি টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ করেন তিনি। রবিবার সকালে পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, বড় বড় মাছ পানিতে ভেসে উঠেছে। অনেক মাছ সাধারণ মানুষ নিয়ে গেছে। পানি ঠান্ডা ও বিষের প্রভাবে অনেক মাছ তলিয়ে গেছে, যেগুলো এক-দুই দিনের মধ্যে পচে ভেসে উঠবে বলে জানান এলাকাবাসী। বিএনপি কর্তৃক গত সোমবার মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর থেকেই বাগমারায় একের পর এক অঘটন ঘটছে। উপাধ্যক্ষ আব্দুস সোবহান রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়ন বঞ্চিত অধ্যাপক কামাল হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। উপাধ্যক্ষ...
Developed by BDITHOST