
স্টাফ রিপোর্টার,বাগমারা : রাজশাহীর বাগমারায় বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ, ২০২৩-২৪ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, সার ও অন্যান্য উপকরণ সহ আমন ধানের বীজ (উফশী) ও সার এবং আমন ধান (হাইব্রিড) বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাকলাইন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কৃষি প্রনোদনার উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তর্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অনুষ্ঠানের...
Developed by BDITHOST