হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন ও গ্রন্থাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) জাকিউল ইসলাম।
সোমবার দিনব্যাপী সরকারি সফরে বাগমারায় আসেন তিনি। সফরকালে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপজেলার যোগীপাড়া, গোয়ালকান্দি, শ্রীপুর ইউনিয়ন, ভবানীগঞ্জ পৌরসভা ও তাহেরপুর পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
সেই সাথে সভায় তাহেরপুর পৌরসভায় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্থ স্থাপন কাজের উদ্বোধন করেন তিনি। প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে গ্রন্থাগারের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে এডিপি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা পরিদর্শনকালে সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।