নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১১:৫৩। ২৫ আগস্ট, ২০২৫।

বাগমারায় বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন ও গ্রন্থাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ডিডিএলজি

আগস্ট ২৫, ২০২৫ ৮:১৭
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন ও গ্রন্থাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) জাকিউল ইসলাম।

সোমবার দিনব্যাপী সরকারি সফরে বাগমারায় আসেন তিনি। সফরকালে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  ইসিজি নেই, চিকিৎসক নেই, চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নয়, শুধু রেফার!

এ সময় উপজেলার যোগীপাড়া, গোয়ালকান্দি, শ্রীপুর ইউনিয়ন, ভবানীগঞ্জ পৌরসভা ও তাহেরপুর পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

সেই সাথে সভায় তাহেরপুর পৌরসভায় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্থ স্থাপন কাজের উদ্বোধন করেন তিনি। প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে গ্রন্থাগারের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে এডিপি।

আরও পড়ুনঃ  ট্রাম্পের $৫০০ মিলিয়ন সিভিল ফ্রড জরিমানা বাতিল করলো আদালত

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা পরিদর্শনকালে সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।