হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার চারটি ইউনিয়নে গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
সোমবার উপজেলার যোগিপাড়া, মাড়িয়া এবং বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ৪টি রাস্তার চলমান কাজ পরিদর্শন করেন ইউএনও।
উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তাগুলোর কাজ বাস্তবায়ন করছেন উপজেলা এলজিইডি। রাস্তাগুলোর মধ্যে যোগীপাড়া ইউনিয়নের বারুইহাটি, মাড়িয়া ইউনিয়নের দাসপাড়া, বাসুপাড়া ইউনিয়নের দেউলীয়া কিন্ডারগার্ডেন হতে গ্রামের মধ্যে এবং একই ইউনিয়নের গোপালপুর গ্রামের সাংবাদিক হেলাল উদ্দিনের বাড়ি থেকে পাকা রাস্তা পর্যন্ত। প্রতিটি রাস্তায় বরাদ্দ প্রদান করা হয়েছে ৩ লক্ষ টাকা করে। চারটি রাস্তার মধ্যে তিনটি সিসি ঢালাই এবং একটি সোলিং রাস্তা।
রাস্তা পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম এর সঙ্গে ছিলেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বাসুপাড়ার ইউপি সদস্য হেলাল উদ্দিন প্রমুখ। মাটির রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদার সৃষ্টি হয়ে যেত। বৃষ্টি হলে যেন এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার অন্ত থাকে না। গ্রামবাসীর দুঃখ কিছুটা হলেও দূর হবে এই রাস্তাগুলোর কাজ শেষ হলে।