
হেলাল উদ্দিন বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নে বিয়ের চার দিন পর শাপলা (১৮) নামের এক নববধূ তার স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন করেছে বলে জানা গেছে। নিহত ওই স্বামীর নাম আব্দুর রাজ্জাক (২২)। পুলিশ মঙ্গলবার (২৯আগষ্ট) সকালে ওই নববধূকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এই ঘটনায় বাগমারা থানায় নিহতের মা আফরোজা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাগমারা থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাকের সাথে পাশর্^বর্তি মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের আব্দুস শুকুরের মেয়ে শাপলার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। গত শনিবার ঘটা করে নিহতের বাড়িতে বৌ-ভাতের আয়োজনও হয়েছে। এর পরে সোমবার রাতে কোন এক সময় ওই নববধূ স্বামীকে বালিশ চাপা...
Developed by BDITHOST