নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৭:৪৫। ১২ অক্টোবর, ২০২৫।

বাগমারায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

অক্টোবর ১১, ২০২৫ ৫:০৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের মামলার প্রধান আসামি সোহানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শুক্রবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে তাহেরপুর চৌকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহান (২০) বাগমারা থানার তাহেরপুর চৌকিরপাড়া এলাকার স্বপনের ছেলে।

আরও পড়ুনঃ  স্ত্রীর গলায় ছুরি চালিয়ে পালালেন স্বামী

শনিবার (১১ অক্টোবর) সকালে র‍্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী তরুণী ও সোহান তাহেরপুর কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই বিয়ের প্রলোভনে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে নিজ বাড়িতে আবারও শারীরিক সম্পর্ক স্থাপনের পর তরুণী বিয়ের কথা তুললে সোহান বিয়ে করতে অস্বীকার করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে সোহানকে প্রধান আসামি করে বাগমারা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন গ্রেপ্তার

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।