হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় ২০২৪-২৫ অর্থ বছরে বিল নার্সারিতে উৎপাদিত পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের বিল শনি বিলে পোনা মাছ করনের আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর।
পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান অফিসার কাউছার আলী, উপজেলা মৎস্য অফিসার আখতারুজ্জামান।
এ সময় স্থানীয় সুফলভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিসার বলেন, উক্ত বিলে ২ কেজি রেনু মজুদ করা হয়েছিল যা থেকে প্রায় ২.৫ লক্ষ পোনা মাছ (আনুমানিক ১০ টন) সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিল শনি বিলে উৎপাদিত মাছ স্থানীয় সুফলভোগীদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উল্লেখ্য, মৎস্য অধিদপ্তর অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।