হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এটি একটি আন্তর্জাতিক দিবস যা সংক্রামক রোগ প্রতিরোধের জন্য হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে পালন করা হয়।
বুধবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে ভবানীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়। সংক্রামক রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরাই এর মূল লক্ষ্য।
র্যালিতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও ভবানীগঞ্জ পৌর প্রশাসক মেহেদী হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম সহ পৌর প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।