
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের পারিলা কুঁড়োল বিলে মাছ চাষের অর্থ আত্মসাতের ভুয়া তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে কুঁড়োল বিলের পাড়েই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুঁড়োল বিলের ক্যাশিয়ার ও বাগমারা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কছিমউদ্দিন জোয়ার্দারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবু হুরায়রার করা একটি পোস্টে মিথ্যা অপপ্রচার চালানোয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কছিমউদ্দিন জোয়ার্দার বলেন, “গতকাল মঙ্গলবার ‘Abu Huraira’ এবং ‘বাগমারা উপজেলার খবর’ নামের দুটি ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। এতে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি জানার পর আমি প্রকল্পের সকল সদস্যকে অবগত করি। গত ৫ আগস্টের কিছুদিন পর নরদাশ ইউনিয়নের পারিলা গ্রামের মোস্তফা কবিরাজের...
Developed by BDITHOST