
মাহাবুর রহমান মনি, বাগমারা: রাজশাহীর বাগমারায় রনাঙ্গনের বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে মত বিনিময় করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ভবানীগঞ্জ বাজারের আলুহাটায় বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাবেক চেয়ারম্যান মাষ্টার মোঃ আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান। বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, স্বনামধন্য কন্ঠশিল্পী এম এ খালেক, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুন্ডু, আব্দুস সামাদ, সোলাইমান আলী,...
Developed by BDITHOST