
হেলাল উদ্দীন,বাগমার : রাজশাহী-৪( বাগমারা) আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম (টুটুল) এর গ্রামের বাড়ির পাশ থেকে এবার দুইটা তাজা ককটেল সদৃশ বস্ত উদ্ধার করেছে পুলিশ। ককটেল রেখে আতঙ্ক সৃষ্টির জন্য প্রতিপক্ষ কেউ এই কাজ করেছে বলে অভিযোগ করা হয়। আগের রাতে ওই প্রার্থীর শ্বশুর বাড়িতে একই ধরনের ককটেল হামলা চালানো হয়েছে। এছাড়াও মনোনয়ন বঞ্চিত আরেক প্রার্থী কামাল হোসেনের চাচার দিঘিতেও বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়। রেজাউল করিম (টুটুল) পরিবার নিয়ে রাজশাহী শহরে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার শুভডাঙ্গার ইউনিয়নের বুজরুক কৌড় গ্রামে। রাজশাহী-৪( বাগমারা) আসনে রেজাউল করিমসহ তিনজন প্রার্থী মনোনয়নের জন্য ঢাকায় গিয়ে অনলাইনে তারেক রহমানের কাছে সাক্ষাৎকার দেন। এই আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান। পুলিশ সূত্রে...
Developed by BDITHOST