
হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ হচ্ছে আওয়ামী লীগের একটা বিরাট শক্তি। দেশের প্রতিটি নির্বাচন, দুর্যোগ সহ যেকোন সংকটে যুবলীগ দক্ষতার সাথে এগিয়ে আসে। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। যুবলীগ করলেই হবে না। জাতির জনকের আদর্শকে ধারণ করতে হবে। লালল করতে হবে। জাতির জনকের কারনে আমরা পেয়েছি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা। জাতির জনকের সেই লাল সবুজের পতাকার সম্মান ধরে রাখার দায়িত্ব সবার। যুবলীগ ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি দেশের বুকে মাথা তুলে দাঁড়াতে পারবে না। শনিবার বাগমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সালেহা ইমারত মিলনায়তনে যুবলীগের কর্মীসভায়...
Developed by BDITHOST