
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় র্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে উপজেলার জোতিনগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বাজার এলাকায় এক ব্যক্তি নিয়মিতভাবে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক বিক্রি করছে। তিনি রাজশাহীর বিভিন্ন স্থান থেকে এই অ্যালকোহল সংগ্রহ করে কিশোর ও যুবকদের কাছে বাজারের কোলাহলে বিক্রি করতেন। এরপর র্যাবের একটি গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ করে। পরে সোমবার রাত সোয়া আটটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হোসেন আলী (৫০) বাগমারা থানার মন্দিয়াল মধ্যপাড়া এলাকার মৃত রিক প্রামাণিকের ছেলে। অভিযানের সময় তার সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ১১৬ বোতল (১১.৬...
Developed by BDITHOST