হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার লাউবাড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগে একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও হয়নি নিয়োগ। নির্ধারিত তারিখ পার হয়ে গেলেও নিয়োগ দেয়নি কর্তৃপক্ষ। নিয়োগ প্রক্রিয়া না হলেও গোপনে যেন ওই প্রতিষ্ঠানে নিয়োগ বোর্ড গঠন করতে না পারে সে কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে আবেদনকারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দাখিলকৃত আবেদন সূত্রে জানা যায়, উপজেলার লাউবাড়িয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত দুই পদে প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যাংক ড্রাফটের মাধ্যমে সভাপতি বরাবর আবেদন করে চাকরি প্রত্যাশীরা। নির্ধারিত সময় পার হয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি প্রতিষ্ঠানের সভাপতি। সময় পার হয়ে যাওয়ায় গোপনে পছন্দের ব্যক্তিকে নিয়োগ দেয়ার পাঁয়তারা করছেন সভাপতি। গোপনে যাতে এ নিয়োগ প্রক্রিয়া...
Developed by BDITHOST