স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহী জেলার বাগমারা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই অর্জন মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফসল।
জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্দেশ্য হলো শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করা। বাগমারা উপজেলায় এবারের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) এম এম মাহমুদ হাসান এবং উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়।
উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই সাফল্যের সঙ্গে কৃতিত্বের সম্মান স্মারকও প্রদান করা হয়।
শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় এ সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তারা এই প্রতিষ্ঠানের সাফল্যকে স্বাগত জানিয়ে বলেছেন, এ ধরনের অর্জন বাগমারার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং অন্যান্য প্রতিষ্ঠানকেও উৎসাহিত করবে।
ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ওয়ারেছ আলী জানান, এই অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। তারা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়েও আরও ভালো ফলাফল করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
মাদ্রাসার এই সাফল্যে আমরা গর্বিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন এভাবে এগিয়ে যায়, তখন দেশের শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়।
