
হেলাল উদ্দীন, বাগমারা : সরকারের নানামূখী উন্নয়ন ও সাফল্য তুলে ধরে রাজশাহীর বাগমারায় তৃনমূল আওয়ামীলীগের উদ্যোগে রোববার (১০ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভা এলাকা হতে আলাদা আলাদা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর, ডাক বাংলো, শহীদ মিনার চত্বরে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়। সেখান থেকে একটি গন মিছিল উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা। সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সভাপতি এবং ১৯৯৬ সালে বাগমারা-মোহনপুর নির্বাচনী আসনে আওয়ামী লীগ মনোনিত...
Developed by BDITHOST