
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাইফুল ইসলাম ভূঁঞা। সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান বদলী হওয়ায় শূন্য হয়ে পড়ে পদটি। সোমবার সন্ধ্যায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে সদ্য বদলি হওয়া ভূমি কর্মকর্তার নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন সাইফুল ইসলাম ভূঁঞা। সরকারি আদেশে সেখান থেকে সাইফুল ইসলাম ভূঁঞা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে বাগমারায় যোগদান করেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চাকরি জীবনের প্রথম বাগমারা যোগদান করলেন তিনি। সাইফুল ইসলাম ভূঁঞা'র বাসা নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। এর আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
Developed by BDITHOST