
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। রোববার সন্ধ্যায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয় গুলো তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন কেউ ভুলের উর্দ্ধে নয়। ভুল-ত্রুটি থাকলে তিনি সাংবাকিদের ধরিয়ে দেয়ার আহবান জানান। এলাকার উন্নয়ন ধারা বজায় রাখতে অভিন্ন ভাবে উপজেলার সকলে এক হয়ে কাজ করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন। এতে উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন,...
Developed by BDITHOST