
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী। শনিবার বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী রাজশাহী জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজের সভাপতিত্বে ও বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী। তিনি বলেন, "বাগমারা উপজেলায় এখনো অনেক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমার রাজনীতিতে আসার মূল লক্ষ্য হচ্ছে জনগণের দূর্ভোগে এগিয়ে আসা, শিক্ষার উন্নতি, স্বাস্থ্য সেবা সহজলভ্য করা, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি করা।” তিনি জানান, মানুষ মাত্রই ভুল আছে কেউ ভুলের উর্ধ্বে নয়। তাই...
Developed by BDITHOST