
হেলাল উদ্দীন, বাগমারা : জুলাই জাতীয় সনদের অন্যতম প্রণেতা ও স্বাক্ষরকারী, ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে কারা নির্যাতিত কেন্দ্রীয় নেতা, গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষনেতা ও ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব, গণতন্ত্র মঞ্চ মনোনিত রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ (সেলিম) বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেল ৩ টায় বাগমারা প্রেসক্লাবে ভাসানী জনশক্তি পার্টি ও গণতন্ত্র মঞ্চ বাগমারা উপজেলা শাখার পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-৪ (বাগমারা) আসনে গণতন্ত্র মঞ্চের অন্যতম রূপকার, বুদ্ধিজীবী ও ভাষাসৈনিক যুগপথ আন্দোলনের কেন্দ্রীয় নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবু ইউসুফ (সেলিম) তার নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন। জনগণের প্রতি প্রেরিত তার বার্তায় তিনি নিজেকে অতীতে...
Developed by BDITHOST