
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে চলতি বছর আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে। আলু সংরক্ষণের উদ্বোধন উপলক্ষে বুধবার শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন করেন এনা গ্রপের চেয়ারম্যান, বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। আলু সংরক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাগমারা সহ আশপাশের উপজেলার কৃষকের কথা ভেবে ২৩ বছর আগে কোল্ড স্টোরেজ নির্মাণ করেছি। দ্রæত সময়ে কম খরচে কৃষক এবং ব্যবসায়ীরা যেন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করতে পারে সে ব্যবস্থা করেছি। কোল্ড স্টোরেজ নির্মাণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কর্মসংস্থান হয়েছে বিপুল পরিমান জনগোষ্ঠীর। খরচ যতো কম হবে লাভের পরিমান ততো বৃদ্ধি পাবে আলু চাষী ও ব্যবসায়ীদের। তিনি আরো বলেন, কৃষকের চাহিদা...
Developed by BDITHOST