
হেলাল উদ্দীন,বাগমারা : সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেছেন, সাধারণ শিক্ষার প্রভাবে অনেকটাই কমে গেছে ইসলামী চর্চা। ইসলামী চর্চায় নিজেকে তৈরি করতে ধর্মীয় শিক্ষা জরুরী। ধর্মীয় জ্ঞানের অভাবে ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের ইসলামী জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ সময় ধরে বাগমারায় কিরাত প্রতিযোগিতার আয়োজন করে চলেছে সালেহা ইমারত ফাউন্ডেশন। প্রতি রমজানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। ধর্মীয় শিক্ষা অন্তরে থাকলে তার দ্বারা খারাপ কিছু করা সম্ভব হয়ে উঠে না। ধর্মীয় শিক্ষা দুনিয়া এবং পরকালে কাজে আসে। অন্য কোন শিক্ষা কাজে আসে না। আমার মাতা-পিতার নামে প্রতিষ্ঠিত সালেহা ইমারত ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর কিরাত‘ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। শনিবার ১ এপ্রিল, ভবানীগঞ্জ নিউ মার্কেট...
Developed by BDITHOST