হেলাল উদ্দীন, বাগমারা : “এসো সবাই কাবিং করি, সু-শৃঙ্খল জীবন গড়ি” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপলক্ষে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস, বাগমারা উপজেলার পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
মহা তাঁবু জলসায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা, জেলা কমিশনার মাহমুদুল হক, সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহীর আঞ্চলিক উপকমিশনার আইসিটি সৌরভ তরফদার, জেলা কাব লিডার নেসার আহমেদ তুহিন, বাগমারা উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম সান্টু, হাট গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর রহমান।
৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসায় উপজেলা ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান ৬ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাস্তবিক জীবনে তাদের এই শিক্ষা কাজে লাগবে বলে জানা গেছে। জীবন গঠনে এই কাব ক্যাম্পুরীর গুরুত্বপূর্ণ।