
হেলাল উদ্দীন, বাগমারা : "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে সমবায় কর্মকর্তা কাউসার আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি বলেন, যে কাজ একা করা সম্ভব না সেই কাজ সম্মিলিতভাবে করা খুবই সহজ। সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। সমবায়ের মাধ্যমে দ্রুত উন্নয়ন সম্ভব। মানুষ যেমন একা বাস করতে পারে না। ঠিক তেমনি একা একা উন্নয়ন করাও সম্ভব হয়...
Developed by BDITHOST