নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৬:১৫। ১৪ মে, ২০২৫।

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে আ’লীগের প্রস্তুতি সভা

আগস্ট ২০, ২০২৩ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা :রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে আগামী ২৬ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। শনিবার বিকেলে ইউনিয়নের গোয়ালকান্দি মাদ্রাসা চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

আরও পড়ুনঃ  তানোরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মজুন, সদস্য আতাউর রহমান, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সান্টু, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার, রেজাউল হক রাজু মোল্লা, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, ছাত্রলীগ নেতা শাহাদৎ হোসেন শুভ।

আরও পড়ুনঃ  ফরিদপুরের ইসমাইল হত্যার আসামি রাজশাহীতে গ্রেফতার

 

অন্যান্যের উপস্থিত ছিলেন, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবেদ আলী, শ্রী নির্মল সরকার, আফসার মন্ডল, গোয়ালকান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বোরহান উদ্দিন, গোয়ালকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ প্রমুখ। উক্ত সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ ও সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।