হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় চলমান বিভিন্ন রাস্তার কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে তাহেরপুর পৌরসভার ৪ নম্বার ও ৬ নম্বার ওয়ার্ডে চলমান ব্লক রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কোভিড-১৯ প্রোজেক্টের আওতায় ছয়টি রাস্তার কাজ চলমান রয়েছে। ছয়টি রাস্তা নির্মাণের ব্যয় হচ্ছে ১ কোটি ২০ লক্ষ ৮৩ হাজার ২১৩ টাকা।
ছয়টি রাস্তার মধ্যে চারটি রাস্তা স্বশরীরে পরিদর্শন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
রাস্তাগুলোর কাজ শেষ হলে লাঘব হবে মানুষের দুঃখ দুর্দশা। সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এই রাস্তাগুলোতে।
রাস্তাগুলো কাজ পরিদর্শনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার সহকারী প্রকৌশলী হাসান আলী, উপসহকারী প্রকৌশলী জাহিদুল হক, সার্ভেয়ার আব্দুর রাহিন প্রমুখ।