
স্টাফ রিপোর্টার,বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বাগমারা তথা দেশের মানুষ বিএনপির কথা ভুলে গেছে। বিএনপি দেশের মানুষকে উন্নয়নের পরিবর্তে সন্ত্রাস উপহার দিয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ মেয়াদী উন্নয়নে দেশে চিত্র পরিবর্তন হয়েছে। গ্রামের প্রত্যন্ত এলাকার রাস্তাও এখন পাকাকরণ করা হয়েছে। মানুষ এখন শান্তিতে আছে। তৃণমূলের মানুষ এখন আর সন্ত্রাসীর সময়ে ফিরে যেতে চাই না। আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। মানুষের ভাগ্য নিয়ে আওয়ামী লীগ সরকার ছিনিমিনি খেলে না। তৃণমূলের আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটাবে। বিগত তিনটি নির্বাচনে বাংলার মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। তৃণমূল নেতৃবৃন্দই আওয়ামী লীগের প্রাণ। তৃণমূল আওয়ামী লীগ যতোদিন সুসংগঠিত...
Developed by BDITHOST