
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (৩০নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রাশেদুল হক ফিরোজ এবং সাধারন সম্পাদক পদে হেলাল উদ্দীন নির্বাচিত হয়েছেন। উৎসাহ আর উদ্দিপনার মধ্যে দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ কার্যক্রম। বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে শনিবার প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় তিন পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিন জন নির্বাচিত হয়েছে। নির্বাচনকালীন সময়ে ভোট পর্যবেক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন। ভোট গ্রহণ শেষে উক্ত নির্বাচনের আহ্বায়ক আকবর আলীর পরিচালনায় প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন...
Developed by BDITHOST