
মাহাবুবুর রহমান, বাগমারা : বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাগমারা প্রেসক্লাবের সদস্য আবু বাক্কার সুজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে আবু বাক্কার সুজন বাগমারা প্রেসক্লাবের নাম ব্যবহার করে বাগমারার বিভিন্ন এলাকায় অনৈতিক ও অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডে জড়িয়ে প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করার মতো একাধিক ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এর আগে তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় ক্লাবের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্তু তিনি সতর্কবার্তা উপেক্ষা করে পুনরায় প্রেসক্লাবের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান। সম্প্রতি আবারও আবু বাক্কার সুজনের বিরুদ্ধে শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠে। বিষয়টি বাগমারা প্রেসক্লাবের নজরে আসার পর গত ১১ অক্টোবর জরুরী সভার আয়োজন করা হয়। সভায় কার্যকরী কমিটির সদস্যদের...
Developed by BDITHOST