
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহী বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির মহিলা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ নভেম্বর বিকেল পাঁচ'টায় ঠাকুরপাড়া ফুরকানিয়া মাদ্রাসা চত্বরে ধানের শীষকে বিজয়ের লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ বিএনপি নেতা আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি ছিলেন এপিপি এ্যাডভোকেট নাসির উদ্দীন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান লিটন । সভায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক এমদাদুল হক, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, তাঁতি দলের উপজেলা আহবায়ক মামুনুর রশীদ মামুন, গনিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, ওলামা দলের...
Developed by BDITHOST