স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগ এর উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট-২৫) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদর ঐতিহাসিক তেঁতুল তলা থেকে র্যালিটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম চত্তর এসে সমাবেশে মিলিত হন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা। আরও উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ জিন্নাত আলী, উপজেলা যুববিভাগের উপদেষ্টা সদস্য আব্দুল্লাহ আল মামুন নুহু, বাঘা উপজেলা যুব বিভাগ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম আইয়ুব আলী, সবুজ মাহমুদ, নবিউল ইসলাম, নাজমুল ইসলাম, আব্দুস সালাম শরিফুল ইসলাম, জনি আহমেদ, শাহিনুর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক রয়েছে। শুধু যুবদিবস পালন করলেই হবে না। বেকার ওইসব শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যুবকরা দেশ গড়ার ভবিষ্যত কারিগর। মাদকের ভয়াল থাবা যেনো যুবকদের গ্রাস করতে না পারে সে বিষয়ে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে আমাদেরকে কাজ করতে হব।