স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় ইউএনওর সাথে বাঘা প্রেসক্লাবের গনমাধ্যম কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ আক্টোবর বিকেল সাড়ে ৪ টায় বাঘা প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি,বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শাম্মী আক্তার বলেন, গণমাধ্যম কর্মীগণ সমাজের দর্পণ। প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম কর্মীগণ দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করি। সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, জনগণের সমস্যা অভিযোগ ও প্রত্যাশা সাংবাদিকদের মাধ্যমেই প্রশাসনের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই গঠনমূলক সংবাদ ও ইতিবাচক সমালোচনার মাধ্যমে সমাজের পরিবর্তন আনা সম্ভব। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, অপরাধ দমন কর্মকান্ড নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় গণমাধ্যম কর্মীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য মোহাঃ আসলাম আলী, আশরাফুল আলম, আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবীর মিলন। গণমাধ্যম কর্মীরা দেশ ও জনকল্যাণে, নাগরিক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইদুর রহমান, লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা, সুব্রত কুমার, আব্দুল হামিদ মিঞা, মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, নাহিদ ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরুজ্জামান।