নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:১৬। ১৬ জুলাই, ২০২৫।

বাঘায় একই রাতে পাঁচটি দোকানে চুরির, ক্ষতি প্রায় সাড়ে ৩ লাখ টাকা

জুলাই ১৫, ২০২৫ ৭:৩৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় পলাশী ফতেপুর নতুন বাজারে একই রাতে পাঁচটি দোকান ঘর চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (১৫ জুলাই-২৫) দিবাগত রাতে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর নতুন বাজারে চুরির এঘটনা ঘটে।

দোকান মালিক সেলিম সরকার জানান, সোমবার দিনভর ভারী বর্ষণের কারণে বাজারের দোকানগুলো বন্ধ করে রাত ৯টার আগেই বাড়ি চলে যান। সকালে এসে তারা দেখেন, দোকানের তালা ভাঙা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয়দের জানানো হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ মোট গ্রেপ্তার ১২

সেলিম সরকার বলেন, “বাজারের মধ্যে আমার দোকানটি বড় এবং দোকানের, টিভি, ভারতীয় দামি কোম্পানির বিভিন্ন প্রকার শ্যাম্পু, সাবান, তেল-সহ বিভিন্ন মালামাল ও নগদ প্রায় ১০ হাজার টাকাসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়। এতে আমার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। চুরি যাওয়া অন্য দোকানীরা হলেন, মুহিদুল ইসলাম, আঃ মালেক সরকার, বক্কার দর্জি ও আঃ সামাদ। তারা জানান, চুরি যাওয়া সব দোকান মিলে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান ভুক্তভোগীরা।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে নাতির মরদেহ দেখে দাদার মৃত্যু

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল বলেন,“চুরির বিষয়টি শুনেছি। এবিষয়ে লিখিত অভিযোগ পাইনি। আপনার মাধ্যমে শুনলাম চর এলাকায় ৫টি দোকান চুরি হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।