
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮নভেম্বর) বিকেলে সাড়ে ৩ টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক চারঘাট উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ। “আগামী ফেব্রুয়ারীর ১২ তারিখে মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দাবী জানান তিনি। চাঁদ আরও বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য কাজ করে গেছেন, তাঁর আদর্শই আমাদের অনুপ্রেরণা। ধানের শীষের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও...
Developed by BDITHOST