স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় চলন্ত মোটরসাইকেল থেকে ভুটভটির চাকার নীচে পড়ে গুরুতর আহত সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভাবে হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সেনা সদস্য সজিব হোসেন (২৭)। তিনি বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা মাঝপাড়া গ্রামের জোবেদ আলীর ছেলে।
শনিবার (১৩ সেপ্টেম্বর-২৫) বাঘা উপজেলার তেথুলিয়া-দিঘা সড়কের অমরপুর গ্রামের আফসার-লক্ষীর বাড়ির সামনে বাক ঘোরার সময় মোটরসাইকেল থেকে ভটভটির চাকার নীচে পড়ে যান। এসময় পেটের উপর ভুটভটি চাকার উঠে নাড়ি-ভুড়ি বের হয়ে গুরুতর আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে তেথুলিয়া-দিঘা সড়ক হয়ে পূর্ব দিকে যাচ্ছিলেন। একই দিকে যাচ্ছিল খড়ি বোঝাই একটি ভুটভটি। পাশ কাটিয়ে যাওয়ার সময় ভুটভটির ধাক্কায় চাকার নীচে পড়ে যায় সজিব। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাদিরাবাদ (দয়রামপুর) ক্যান্টনমেন্টে পাঠান স্থানীয়রা। ঘটনার পর ভুটভটি চালকসহ হেলপার পালিয়ে যায়।
সজিবের চাচাতো ভাই সাকিল হোসেন জানান, শনিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নাটোরের লক্ষনবাড়িয়া শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে আহত হন তিনি। কাদিরাবাদ (দয়রামপুর) ক্যান্টনমেন্ট থেকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান জানান,ভটভটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান,সজিব হোসেন-৯৯ ব্রি গ্রেড পদ্মা সেনানিবাসে কর্মরত বলে জানতে পেরেছেন।